এই উদাস দুপুর বেলা
সখি আসবে কি একেলা
নদীর ঘাটে রে
দেখতে তোমায় মন চাইছে
আজি দেখতে তোয়ায় মন চাইছে ৷৷
একবার যদি আসো সখি
জল ভরিবার ছলে
মনের কথা বলব তোমায় বসে কদম তলে ৷
তুমি সকল ব্যাথা বুঝে নিও চোখের পানে চেয়ে
শক্ত করে ধরিও হাত ছাইড়া যাইবার ভয়ে ৷
আজি দেখতে তোমায় মন চাইছে ৷৷
ওরে না জানি মুই লেখতে চিঠি
না জানি মুই পড়তে
বাঁশির সুরে ডাকি তোমায়
আসোনা গো ছুটে, সখি আসোনা গো ছুটে
ওরে উথাল পাথাল নদীর ঢেউয়ে
মনে জোয়ার ভাটা চলে
চেয়ে তোমার পানে ৷
আজি দেখতে তোমায় মন চাইছে ৷৷
♪ Track: Udash Dupur Bela
♪ Singer: Gamcha Palash
♪ Lyrics & Tune: Zakir Hossain Razu
♪ Music: Remo Biplob
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...