আমি তুমি, তুমি আমি
অন্তর্যামী অন্তরেতে
অনুমানে দূরে জেনে
দিন গেল মোর পাগলামিতে ॥
স্বরূপে রূপ মিশাইয়া
মীমের পর্দায় ঢাকনি দিয়া
রঙ মাখিয়া সঙ সাজিয়া
আছ তুমি এ ধরাতে ॥
তুমি গেলে আমার মরণ
তা যদি হলো না বারণ
আমি জীব তুমি জীবন
আসা যাওয়া একই সাথে ॥
কিসের আমি কিসের আমার
তুমি বিনে কে আছে আর
যা আছে সকলই তোমার
তালাচাবি তোমার হাতে ॥
আবদুল করিম ভাবিতেছি
তুমি আমি একই আছি
ভূতের বেগার খাটিতেছি
পড়েছি গোলকধাঁধাতে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...