প্রাণনাথ বন্ধু আমার
কই রইল গো
এ জীবনে ছাড়িবে না
কথা দিল গো ॥
কী সন্ধানে কাছে এল
কী করে যে কই লুকাইল গো
কী জাদু করিয়া আমায়
পাগল করল গো ॥
সে যদি ছাড়িয়া গেল
প্রাণ গেলেও হইত ভালো গো
সখি তোরা এখন আমার
উপায় বলে গো ॥
কী করিব কোথায় যাব
কই গেলে বন্ধুরে পাব গো
করিম বলে আশায় আশায়
জীবন গেল গো ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...