রাই তোমারে বুঝাব কত
থাকবে যদি সুখে ভুলে যাও শ্যামকে
কেন হয়েছ রাই পাগলের মতো।
ব্রজের যত গোপীগণ যোগায় সকলের মন
তোমারই কৃষ্ণধন অবিরত
হইত না বাদি আপন হইত যদি
কাছে থেকে নিরবধি সাধ মিটাইত ॥
প্রথম যৌবনকালে বসে কদমডালে
রাধা রাধা বলে বাঁশি বাজাইত
প্রেমেরই বাজার ভাঙ্গিল এবার
আসবে কী আর, যৌবন সমাপ্ত ॥
থাকিলে সুসময় শত্রুও মিত্র হয়
আনন্দ উদয় হয় শত শত
আসিলে কু-সময় কেহ কারো নয়
আবদুল করিম কয়, এই পর্যন্ত ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...