ভ্রমরা রে, গুন গুন স্বরে গান গাও
খোঁজো যারে পাইলে তারে
পরান জুড়াও রে–
গুন গুন স্বরে গান গাও ॥
মধুর গান গাও রে ভ্রমর
ফুলের মধু খাও
তোমার স্বরে আকুল করে
উদাসী বানাও রে ॥
করে গুন গুন বুকের আগুন
দ্বিগুণ জ্বালাও
এই মধুর গান গেয়ে তুমি
কারে বা শোনাও রে ॥
আমি যারে চাই রে ভ্রমর
তারে যদি পাও
আমার খবর কও না যদি
আমার মাথা খাও রে ॥
আমার দুঃখের খবর আমার
বন্ধুরে জানাও
করিম বলে তোমার মতো
আমারে বানাও রে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...