স্বাধীন দেশের মানুষ আমরা দুর্দশা কেন যায় না
জুলুম শোষণ বন্ধ হয় না হলো কী যন্ত্ৰণা ॥

কেউ থাকে রঙমহলে মন আনন্দে সদায় খেলে
যখন যা চায় তাই মিলে তবু সাধ মিটে না ॥

হলে পরে দারুণ ব্যাধি গরিবের আর নাই ঔষধি
ঘরের কোণে বসে কাঁদি পাই কত লাঞ্ছনা ॥

কৃষক ও মজুরের বলে এই দেশেতে সোনা ফলে
আজ তারাই কাঁদে দলে দলে ক্ষুধায় অন্ন পায় না ॥

দেখ রে ভাই বন্যার জোরে ফসল নষ্ট বারে বারে
বন্যা নিরোধ করার তরে দাও সবে ঘোষণা ॥

বন্যা নিরোধ না হইলে ছাড়বে না দুর্ভিক্ষের জালে
গ্রাস করিবে কালে কালে করো না ভাবনা ॥

দেখ ভাগ্যে কী যে ঘটে লাঙ্গল ধর শক্ত মুঠে
আঁধার গেলে চন্দ্র ওঠে এই দুর্দিন রবে না ॥

বাউল আবদুল করিম বলে সাম্রাজ্যবাদ শত্রুর দলে
বিনাশিতে চায় সমূলে তোমরা কী দেখ না ॥