পাখি আমার পরের বুকে
আছে নাকি মহাসুখে
তুমি যদি থাকো সুখে
হাসবো আমি শত দুখে ॥
দিনের শেষে রাত আসে
স্বপ্নে দেখি বন্ধু পাশে
ঘুম ভাঙিলে একলা আমি
আন্ধার দেখি এই দুই চোখে ।
আগে জানলে প্রেমের ধারা
মরতাম না গো এমন মরা
ঘরে আমার বসে না মন
হইছি কাতর তোমার শোকে ॥
নিশি হলে জোনাক জ্বলে
সাজেদুল ক্যান ভাসে জলে
যুগে যুগে এসব উত্তর
খুঁজবে জানি কতো লোকে ।
আগে জানলে প্রেমের ধারা
মরতাম না গো এমন মরা
ঘরে আমার বসে না মন
হইছি কাতর তোমার শোকে ॥
Song: Pakhi Amar Porer Buke
Singer: Sathi Khan
Lyric: Sajedul Karim Dinu
1 মন্তব্যসমূহ
বিডিও গান
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...