আকুল কইল, আকুল কইল রে,
প্রাণের বন্ধে রে
হাছন রাজা বন্দি হইল
প্রেমের ফান্দে রে ॥
কিবা ক্ষণে হইল দেখা,
প্রাণ বন্ধেব সনে ।
ভুলিতে না পারি রূপ
উঠে মনে মনে রে ॥
চন্দ্ৰ জিনিয়া মুখখানি,
ঝলমল ঝলমল করে ।
সে রূপ দেখিয়া আমি
কেমনে থাকি ঘরে ॥
চান্দমুখ দেখাইয়া মোর,
আকুল কৈল হিয়া ।
অন্তরে ছাপিয়া গেল,
পরদা লাগাইয়া রে ॥
ছট ফট করে হিয়া
তাহার কারণ ।
অন্তরে হইল মম,
প্রেমের হুতাশন রে ॥
হাছন রাজার গলে লাগিল
এই যে প্রেমের ফাঁস ।
জন্মে জন্মে হইয়াছি,
প্ৰাণ বন্ধের দাস রে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...