আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে ॥
আরে দিলের চক্ষে চাইয়া দেখ
বন্ধুয়ার স্বরূপ রে  ॥

কাজল কুঠা ঘরের মাঝে,
বসিয়াছে কালিয়া ।
দেখিয়া প্রেমের আগুন
উঠিল জ্বলিয়া ॥

কিবা শোভা ধরে (ওরে) রূপে
দেখতে চমৎকার ।
(আরে) বলা নাহি যায় বন্ধের
রূপের বাহার ॥

ঝলমল ঝলমল করে (ওরে) রূপে
বিজলীর আকার
মনুষ্যের কি শক্তি আছে,
চক্ষে ধরিবার ॥

হাছন রাজায় রূপ দেখিলা
হইয়া ফানা ফিল্লা ।
হু হু হু হু ইয়াহু ইয়াহু,
বল আল্লা আল্লা ॥