আমার মনের মাঝে আছে ধন,
বুঝতে পারবে যে ভাইরে সুজন ।
মনের মাঝের ধন -
তারে জান না রে মন,
গুরুর পদে কর রে সাধন ।

(ওরে) গুরুর বাক্য ঠিক রাখিলে
পাবিরে তুই নিরঞ্জন ৷
শুনরে মন কানা,
ও তুই দেখিয়া দেখলে না,
মায়া জালে বন্দি হইয়ে
আপনা চিনলে না ।
(আরে) ভক্তি করলে মুক্তি পাবে,
বলে রে হীন হাসন ॥