আমার মনের মাঝে আছে ধন,
বুঝতে পারবে যে ভাইরে সুজন ।
মনের মাঝের ধন -
তারে জান না রে মন,
গুরুর পদে কর রে সাধন ।
(ওরে) গুরুর বাক্য ঠিক রাখিলে
পাবিরে তুই নিরঞ্জন ৷
শুনরে মন কানা,
ও তুই দেখিয়া দেখলে না,
মায়া জালে বন্দি হইয়ে
আপনা চিনলে না ।
(আরে) ভক্তি করলে মুক্তি পাবে,
বলে রে হীন হাসন ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...