আপন সাধন আমার হইল না ।
আমার পাগলা মনে কি বুঝিল,
আপন সাধন কইল না ॥

আমার মাঝে কোন জন,
তাঁরে খুঁজল না ।
ঠাকুর চান্দ যে ঘরের মাঝে
(তাঁরে) চেয়ে দেখল না ॥

ঘরে থাকতে ধর তাঁরে,
গেলে পাবে না ।
গেলে পরে সে যে আর,
ফিরিয়া আসবে না ॥

কি বুঝিয়া বসিয়া রইলে,
কেন ধর না ।
ঘর থাকিয়া বাহির হইলে
খুঁজিয়া পাবে না ॥

বুড়া হইলায় হাছন রাজা,
তেও কী বুঝ না ।
ঘরে থাকতে ঠাকুর ধর
ছাড়িয়া দিও না ॥