আমিই মূল নাগর রে ।
আসিয়াছি খেইড় খেলিতে,
ভব সাগরে রে ॥
আমি রাধা, আমি কানু,
আমি শিব শঙ্করী ।
অধর চাঁদ হই আমি,
আমি গৌর হরি ॥
খেলা খেলিবারে আইলাম
এ ভবের বাজারে ।
চিনিয়া না কোন জনে
আমায় ধরতে পারে ॥
আমিই মূল, আমিই কোল,
আমি সর্ব ঠাঁই ৷
আমি বিনে এ সংসাধে
আর কিছু নাই ॥
নাঁচ নাঁচ হাছন রাজা
কারে কর ভয় ।
আমিত্ব ছাড়িয়া দিয়া
যাতে হইছ লয় ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...