আমি করি রে মানা,
অপ্রেমিকে গান আমার শুনবে না ।
কিরা দেই কছম দেই
আমার বই হাতে নিবে না ॥
বারে বারে করি মানা
বই আমার পড়বে না ।
প্রেমের প্রেমিক যেই জনা,
এ সংসারে হবে না ॥
অপ্রেমিকে গান শুনলে
কিছুমাত্র বুঝবে না ।
কানার হাতে সোনা দিলে
লাল ধলা চিনবে না ॥
হাছন রাজায় কছম দেয়
আর দেয় মানা ।
আমার গান শুনবে না যার
প্রেম নেই জানা ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...