কত যন্ত্রণা জ্বালা দিলে ওরে প্রাণ byবাউলা মন -আগস্ট ৩০, ২০২৩ কত যন্ত্রণা জ্বালা দিলে ওরে প্রাণ।তোমার সনে প্রেম করিয়েহইলেম পেরেশান ॥আমি যে তোমার লাগি,সারা রাইত বসিয়ে জাগি।আপ্ত আত্মীয় সব ত্যাগী,হারাইলাম মান।আইস বন্ধু কোলে আইস,কোলে আসিয়ে একবার বইসহাছন রাজার যাউক,তাইস ঠাণ্ডা হউক প্রাণ ॥ Views
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...