বাগানে দেখিয়ে বনমালী।
হাছন রাজা চৌধুরী নাচে
হাতে দিয়া তালি।
কত রঙ্গের ফুল ফুটেছে,
কত আছে কলি।
বাহারে বাহারে বোলে,
ভ্রমরা বুলবুলি ॥
চমৎকার বাগানে মালী,
চলছে হেলি দুলি।
হাছন রাজার প্রেমানল,
দেখিয়ে উঠল জ্বলি ॥
প্রেমানলে জ্বলিয়ে হাছন,
ফিরে গলি গলি
হাছন রাজর মন বাসনা,
করত কোলাকুলি ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...