বাত্তি জ্বালাইয়া দেখ শ্যাম,
রাধার ঘরে করে কাম ।
কেহই বলে রাধার কানুন,
হাছন রাজায় বলে দিলারাম ॥

আন্ধাইর গুন্ধাইর হুড়হুড় করে
কেওরে নাহি সে যে ছাড়ে
প্রেমের উতালা হয়ে,
লাগাইছে, ধুমধাম ॥

প্রেমের বাতি জ্বালাইয়া দেখ
তারে নিরখিয়া।
হৃদ মন্দিরে বিরাজ করে,
হাছন রাজা ধরে নাম ॥