বিকাইলেনি ওই বন্ধে কিনে
গো সজনী সই
সই গো, বিকাইলেনি ওই বন্ধে কিনে ॥
ছাড়িয়া থাকতে পারব না গো,
কি হইল মোর মনে গো,
সজনী সই ॥
তার লাগিয়া মনে আমার
ধৈর্য নাহি মানে ।
না জানি কি কৈল মোরে
মন মোহনে গো ॥
তাঁর সম কেহই নাই গো
এই ত্রিভুবনে ।
তাঁর মত নাহি দেখি
ধিয়ানে জ্ঞানে গো ॥
পাগল করিল গো বন্ধে,
না জানি কেমনে।
বাঁচব না গো হাছন রাজা
প্রাণ বন্ধু বিহনে গো ॥
হাছন রাজার মনের মাঝে,
জিয়নে মরণে।
সর্বদা থাকিতাম আমি
বন্ধের চরণে গো, সজনী সই ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...