বন্ধে কেন আমায় ভালবাসে না।
ছয় মাসে নয় মাসে একদিন
আসে না ॥
আমি বলি আইস তারে,
সে তো যায় গিয়া পরের ঘরে
কাকুতি মিনতি করি
আমার ঘরে বসে না ॥
কপালে মোর কী যে লেখা,
লেখিয়াছে প্রাণ সখা
দিয়ে দেখা আয় না কাছে
প্রাণ মোর বাঁচে না ॥
কী যে আমি কী করিব,
কেমন করিয়ে মন ফিরাব ।
কত যত্ন করি তারে
সেতো আমার হয় না ॥
হাছন রাজা কান্দিয়ে বলে
আবার আসলে ধরব গলে।
তুলিয়ে লইব প্রিয় কোলে,
ছাড়িয়া দিব না ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...