বন্ধে কী করিব মোরে,
আমি জিজ্ঞাসিব তারে ॥
কত দিন রাখিব মোরে,
পরেরও ঘরে।
পদে ধরিয়ে ব্যগ্র করিয়ে,
জিজ্ঞাসিব তারে ॥
কি গুনা করিয়াছি আমি,
তোমার হুজুরে।
কেন যে ঢেগুরা দেও.
ভবের বাজারে ॥
চাই না আমি ধন জন,
আজাদ কর মোরে।
এই মিনতি করি আমি
ঠাকুর গো তোমারে ॥
হাছন রাজা ব্যগ্র করিয়ে,
বন্ধের চরণ ধরে।
ভবের মায়া ছাড়াইয়া
কোলে লও আমারে ॥
দিনে রাইতে তোমার লাগিয়া,
মন প্রাণ ঝুরে ।
মন বাসনা পূর্ণ কর,
রাখিয়ে হুজুরে ॥
দয়া ধর দয়া ধর,
দয়াল বন্ধু ওরে ।
শান্ত কর, শান্ত কর,
বসিয়ে মোর অন্তরে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...