বন্ধে নাচে রে নাচে,
হাছন রাজারে পাগল করিয়াছে ।
হাছন রাজায় বন্ধু ছাড়া
কেওরে না গছে ॥
হাছন রাজায় বন্ধু দেখিয়ে
পায়ে দেয় বুচে ।
বুচা দিতে বেড়া লাগে
হাছন রাজার মুছে ॥
হাছন রাজা দিলে জানে
প্রাণ বন্ধুয়ায় হইছে ।
আল্লা, আল্লা, হাছন রাজার
মনে মনে লইছে ॥
মাবুদ আল্লা কোলে লইয়া
হাছন রাজা রইছে বইয়া।
আল্লাতে মিশিয়া গান
হাছন রাজা কইছে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...