বন্ধুরে রাখিমু হিয়ার মাঝে গো,
সই সজনী ॥

দেলে তারে প্রাণ বাঁচে না
কি. ধরাইব লাজে গো,
সই সজনী ॥

(আরে) মনে লয় দেখলে তারে
সদায় চাইয়ে থাকি
(আরে) অন্তরে অন্তর দিয়ে
হৃদয়েতে রাখি গো,
সই সজনী ॥

চান্দ মুখ দেখিয়ে মন
হইছে উচাটন।
ভাল নাহি লাগে আমার,
এই ত্রিভুবন গো,
সই সজনী ॥

কিসের দেশ কিসের খেশ,
কিসের সংসার।
স্ত্রী পুত্র না চাই দাস
হইয়াছি তাহার গো,
সই সজনী ॥

গোলাম হইয়া হাছন রাজা,
বন্ধু করেছে সার।
অন্য কিছু চাই না কেবল
বন্ধু চাই আমার গো,
সই সজনী ॥