হাছন রাজার মনে,
খেলব এবার বন্ধের সনে।।
পাশা, চৌপর, শতরঞ্জ খেলা
আমার বন্ধে জানে ॥
হাছন রাজা বড়রে রঙ্গী
খেলব খেলা
ছাড়ব না হইয়াছে জঙ্গি ।
যে বিক্রি হব, কুলে আর মানে ॥
এক চিত্তে হইয়া রাজী,
হাছন রাজায় ধরেঅইই বাজি !
সে হারে কী আমি হারি,
বুঝিয়া লইব দানে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...