হে মা করুণাময়ী কৃপা কর byবাউলা মন -সেপ্টেম্বর ১৫, ২০২৩ হে মা করুণাময়ী কৃপা কর,মুই অধমেরে ।কাকুতি মিনতি করিডাকি মা তোমারে ॥ঘিরিয়াছে মায় জালে,এখনই মারিবে কালে ।তুলিয়া লও গো ওমা কোলেতব সন্তানেরে ॥পড়িয়ে মা বিষম বিপাকে,হাছন রাজায় তোমায় ডাকে।ত্বরা করি কর রক্ষে,মা ওগো আমারে ॥ Views
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...