হে মা করুণাময়ী কৃপা কর,
মুই অধমেরে ।
কাকুতি মিনতি করি
ডাকি মা তোমারে ॥

ঘিরিয়াছে মায় জালে,
এখনই মারিবে কালে ।
তুলিয়া লও গো ওমা কোলে
তব সন্তানেরে ॥

পড়িয়ে মা বিষম বিপাকে,
হাছন রাজায় তোমায় ডাকে।
ত্বরা করি কর রক্ষে,
মা ওগো আমারে ॥