পিরীতের ধারা,
সে তো জানে না রে।
হাছন রাজা পিরীত করিয়ে,
হইছে কারাবারা ॥
যখন আমি প্রেম প্রিয়সী,
দেখায় তারাবারা।
দেখামাত্র হাছন রাজা,
হইয়ে যায় সারা।
আঁখি দুইটি ঝলমল করে,
আসমানে তারা ।
দেখিয়ে হাছন রাজায় নাচে,
হইয়ে প্রেমে মারা ॥
হাছন রাজা পিরীত করে
জিতে হইছে মরা।
কত মতে ধরতে চায়,
পারে না অধরা ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...