ও যৌবন ঘুমেরই স্বপন।
সাধন বিনে নারীর সনে
হারাইলাম মূলধন।
আর দৈ বলিয়া চুন গুলিয়া
খাইল কতকজন
হক না জেনে মুখ পুড়িল
লালছের কারণ ॥
আউলিয়া ছাড়া নদীর কূলে
যে করে আসন।
জ্ঞান শূন্য রে কুম্ভীরে খায়
ভাঙ্গিয়া গৰ্দন ॥
ফকির হাছন রাজায় বলে
ঠেকছি খাইয়া নদীর জল।
নিশার চোটে লাগলো ঠোটে
উল্টা বড়ির কল ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...