মন চিনলায় না আপন,
কোন্ দিন কোন্ সময় পরিবায় কাফন
করলায় না, করলায় না তুমি
আল্লার নাম জপন ॥
তনের মাঝে ছিল তোমার
মূল মহাজন।
বেভুলে মজিয়া রইলে
না করিলে দর্শন ॥
হইতে না পারিলেরে মন
জমির ও রওশন।
দেখিতে না পাইলায় তুমি
তনে কোন জন ॥
শুনরে বলি আমি তোরে
নির্বুদ্ধি হাছন ।
চিনিয়া না ধরলে বন্ধুরে
থাকিতে জীবন ॥
ধরতে নাহি পারবে তারে
করিলে গমন।
শীঘ্র হাছন রাজা তার
কর অন্বেষণ ॥
গুষ্টি কুটুম লইয়া তোমায়
করিবা কান্দন ।
সবে মিলিয়া গোর খুদিয়া
করিবা দাফন ॥
তোমার মাঝে থাকিয়া আমি
বলিরে বচন ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...