প্রেমানলে হাছন রাজা জ্বলিল।
জ্বলিয়া যাইতে হাছন রাজা
এই বলিল ॥

আমি যে জ্বলিয়া মরি
এর নাই মোর দুঃখ ।
জ্বলিয়া পুড়িয়ানি
দেখিমু বন্ধের মুখ ॥

হাছন রাজা জ্বলিয়া মরতে
নাচা কুদা করে ।
প্রেমের আগুন ধরিয়াছে
সকল শরীরে ॥

নিভাইলে না নিভে আগুন
ধাক্ ধাকিয়া উঠে
লুটন কবুতরের মত,
হাছন রাজা লুটে ॥

ছটফট করে হাছন,
চতুর্দিকে চায় ।
মম দুঃখ দেখিয়ানি মোর,
প্রাণ বন্ধু আয় ॥