প্রেমের আগুন, প্রেমের আগুনরে byবাউলা মন -সেপ্টেম্বর ১২, ২০২৩ প্রেমের আগুন, প্রেমের আগুনরেবড়ই কঠিন।ধড়পড়াইয়া মরে লোক,জানিবায় একিন ॥যার অন্তরে লাগিয়াছেপ্রেমেরি অনল ।নিভে না দারুণ আগুনদিলে সূর্মার জল ॥সেই আগুন ধরিয়াছেহাছন রাজার গায় ।ফাল দিয়া ফাল দিয়া উঠে,হাছন করে হায় হায় ॥ Views
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...