প্রেমের আগুন লাগল রে,
হাছন রাজার অঙ্গে।
নিভে না আগুন, ডুবলে
সুরমা গাঙ্গে ॥
ধা ধা করি জ্বলছে আগুন,
কিসে কি করেঙ্গে।
আনিয়া দে গো প্রাণের বন্ধুরে
গলেতে ধরেঙ্গে ৷
হাছন রাজা বন্ধু বিনে
কিছু নাহি মাঙ্গে ।
বন্ধুর আশায় নাচে হাছন,
প্রেমেরই তরঙ্গে ॥
হাছন রাজায় বলে আমি,
যাইমু বন্ধের সঙ্গে ।
আমিত্ব ছাড়িয়া দিয়া
মিশব তার রঙ্গে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...