রূপ দেখিলাম রে নয়নে,
আপনার রূপ দেখিলাম রে
আমার মাঝত বাহির হইয়া
দেখা দিল মোরে ॥
দেখা দিয়া প্ৰাণ লইয়া,
সামাইল ভিতরে।
আদম ছুরত দেখা দিল,
ধরিয়া আমারে।
আয়নার মধ্যে যেমন,
মুখ দেখা যায়।
সেই মতে আমার রূপে,
দেখা দিল আমায় ॥
নূরের বদনখানি,
জিনে কাঞ্চা সোনা।
আপনার রূপ দেখিয়া,
আপনে হইলাম ফানা ॥
আপনার রূপ দেখিয়া,
আপনে হইলাম পাগল ।
ত্রিভুবন জুড়িয়া রূপে,
করে ঝলমল ॥
চন্দ্র সূর্য নাহি হয়রে
ঐ রূপের সমান।
সেই রূপ দেখিয়া আমার
বাঁচে না পরাণ ॥
দিলের চক্ষে দেখলাম রূপ
নয়ন ভরিয়া।
কুলুবে বসিল আমার,
দিলা সাও দিয়া ॥
তুমি আমার আমি তোমার
প্রাণ বন্ধে বলিয়া।
হৃদয় কমলে বন্ধু
বসিল, ও গিয়া ॥
ভাবনা চিন্তা দূর হইল,
বন্ধুর কোলে লইয়।
নাচে নাচে হাছন রাজায়,
বন্ধুয়ারে পাইয়া ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...