বন্ধু আয় ফিরে আয়
বহু দিনের প্রেম পিরিতি ভুলা নাহি যায়।
ও বন্ধু রে, কইরাছিলাম ভালোবাসা
দিয়াছিলে কত আশা
সুখের বাসা ভাঙিলে আমায়।
যেদিন হতে তোমায় ছাড়া
হইয়াছি জিয়ন্তে মরা
প্রেমের আগুন লাগলো কলিজায় ॥
ও বন্ধু রে, পাগল যেমন রাস্তায় বসে
খনে কাঁন্দে খনে হাসে
মন মানে না করি কি উপায়।
বলুক বলুক লোকে মন্দ
আমার মনে এই আনন্দ
রক্তচন্দন পড়াবো তোমায় ॥
ও বন্ধু রে, তোমায় দেখলে জুড়ায় পোড়া আঁখি
শয়নেস্বপনে দেখি
ধরতে গেলে ধরা নাহি যায়।
হালিম বলে কাছে পেলে
গোসল দিতাম গোলাপ জলে
সুন্দর পোশাক পড়াইতাম তোমায় ॥
Song: Bondhu Ay Fire Ay
Singer: Laila
Lyrics & Tune: Shadhok Abdul Halim Boyati
come back friend
Many days of love cannot be forgotten.
O friend, I said love
How much hope did you give?
If you break my happy home.
The day without you
I have died alive
The fire of love started in the liver.
O friend Ray, sitting on the street like a madman
Mine cries mine laughs
What is the way to not understand the mind?
Let's say people are evil
This joy in my mind
I will teach you blood sandal.
O friend, when I see you, my eyes burn
I see in my sleep
If you want to catch it, you can't catch it.
Halim says if you get close
I bathed in rose water
I used to teach you beautiful clothes.
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...