বন্দেগীতে বান্দা তুমি
এমনভাবে হও তৈয়ার
মালিক তোমায় ডেকে বলবে
কি লাগবে বান্দা তোমার ॥

আত্মা করো শক্তিশালী
মুছে নাও অন্তরের কালী
মধু খাইতে আসবে অলি
খুলে দাও মধুর ভান্ডার ॥

সরূপেতে নিরিক রাখো
ডাকাডাকি লাগবে নাকো
জ্ঞান চোখেতে চাইয়া দেখো
কতই সুন্দর রূপ তাহার ॥

যদি নিজেরে হারাইতে পারো
আত্মাকে চিনিবে বড়
হালিম বলে জিন্দা মরো
রূহানী বাড়বে তোমার ॥


Song: Malik Tomay Deke Bolbe
Singer: Baul Shimul Hasan
Lyrics & Tune: Shadhok Abdul Halim


You are a slave
Be prepared like this
The owner will call you
What do you need, man?

Soul is strong
Erase the ink of the heart
Oli will come to eat honey
Open the treasure of honey.

Keep an eye on it
Don't call
Look for knowledge
How beautiful is his form.

If you can lose yourself
Big will know the soul
Halim says live and die
Your spirituality will increase.