পিরিতি যে কি যন্ত্রণা
যে করে সে জানে
অন্যে কি বুঝিবে গো তা
প্রেমিক বিহনে।
প্রেমে কেউ হাসে কেউ কাঁদে
আবার কেউ সুখের ঘর বাঁধে ॥
যন্ত্রণা গো পাইয়া হাসে
ভবে কত প্রেমিক
কেও খায় বিষ কেউ লাগায়
যার যন্ত্রণা অধিক।
প্রেম যে করেছে সঠিক
আছে সে আনন্দে ॥
পথের ধূলোয় মনের দুঃখ
লিখে কাটাই পহর
আমি এক অভাগা প্রেমিক
পাইলাম নারে দোসর।
বৈরাগী হইলো অন্তর
পড়লাম রে কোন ফাঁদে ॥
পিরিতি মধুর মিলন
স্বর্গের শান্তি
পাগল মোস্তাক কয় যার প্রেমিক
হইছে জীবন সাথী।
কেউ আবার পেয়ে অশান্তি
নিরবে কাঁদে ॥
Song: Preme Keu Hase Keu Kade
Singer: Baul Shafi Mondol
Lyric & Tune: Pagol Mustak
Piriti is such a pain
He knows that
What else will you understand?
Beloved.
Someone laughs and someone cries in love
Someone else builds a house of happiness.
Smiles in pain
What a lover
Someone eats someone poisons
Whose pain is more.
Love made it right
He is happy.
Sadness in the dust of the road
Spent hours writing
I am an unlucky lover
I got nare friend.
The heart became dispassionate
I fell into a trap.
Piriti is a sweet union
Peace of heaven
Who is the lover of Crazy Mostak?
Be a life partner.
Someone is getting upset again
Crying silently
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...