রইরে, লুকাইয়া কইদিন রই
দোটানা পিরিতের জ্বালা কেমন করে সই রে
লুকাইয়া কইদিন রই ?

ও সইলো সই -
আদর কইরা খাওয়ায়িলাম
গামছা বাঁধা দই তারে
গামছা বাঁধা দই
ছেড়ে গেলে মনের মানুষ তারে পাব কই !

ও সইলো সই -
জৈষ্ঠ গেল আষাঢ় এলো
জল করে থৈথৈ নদিতে
জল করে ধৈধৈ
আমায় কাঁন্দাইয়া গাছে উঠাইয়া
কাইড়া নিলো মই ।

ও সইলো সই -
আর কতকাল থাকবো বন্ধুর
হাতের খেলনা হই বন্ধুর
হাতের খেলনা হই
মাতাল রাজ্জাকে কয় জ্বলছে আগুন
ধান দিলে হয় খৈ ।
Song: Lukaiya Koidin Roi
Singer: Toshiba
Lyrics: Matal Razzak Dewan