কেমন আছ বন্ধু তুমি 
তোমার ভাঙা সংসারে
হইতা তুমি পুরা সুখী 
লইতা যদি আমারে ॥

কেঁদে কেঁদে ভাসতো না আর 
তোমার বালিস চাদর 
বুক বিছাইয়া দিতাম তোমায়
করিতাম আদর ॥
এমন ভালোবাসার মানুষ তুমি 
পাইতা বলো কাহারে..  

জীবন তোমার এমন কেন
কেমন জানি আছ
সুখেও নাই দুঃখেও নাই
কেমনে তবে বাঁচো ॥
বাঁচার উপলক্ষ আমিই 
খুজলা তুমি কাহারে..


Song: Kemon acho bondhu tumi
Lyric, Tune, Singer: Lutfor Hasan