কেমন আছ বন্ধু তুমি
তোমার ভাঙা সংসারে
হইতা তুমি পুরা সুখী
লইতা যদি আমারে ॥
কেঁদে কেঁদে ভাসতো না আর
তোমার বালিস চাদর
বুক বিছাইয়া দিতাম তোমায়
করিতাম আদর ॥
এমন ভালোবাসার মানুষ তুমি
পাইতা বলো কাহারে..
জীবন তোমার এমন কেন
কেমন জানি আছ
সুখেও নাই দুঃখেও নাই
কেমনে তবে বাঁচো ॥
বাঁচার উপলক্ষ আমিই
খুজলা তুমি কাহারে..
Song: Kemon acho bondhu tumi
Lyric, Tune, Singer: Lutfor Hasan
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...