আছে ভাবের তালা যেই ঘরে ৷
সেই ঘরে সাঁই বাস করে ॥
ভাব দিয়ে খোল ভাবের তালা
দেখবি সেই মানুষের খেলা ৷
দেখবি সেই মানুষের খেলা ৷
ঘুচে যাবে মনের ঘোলা
থাকলে সেরূপ নিহারে ॥
থাকলে সেরূপ নিহারে ॥
ভাবের ঘরে কি কুদরতি
ভাবের লন্ঠন ভাবের বাতি
ভাবের কী ভাব হয় একরতি
ওমনি সেরূপ যায় সরে ॥
ভাবের লন্ঠন ভাবের বাতি
ভাবের কী ভাব হয় একরতি
ওমনি সেরূপ যায় সরে ॥
ভাব নইলে ভক্তিতে কী হয়
ভেবে বুঝে দেখ মনরায়
ভেবে বুঝে দেখ মনরায়
যার যে ভাব সে জানতে পায়
লালন কয় বিনয় করে ॥
লালন কয় বিনয় করে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি #লালন গীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...