হরির নামে কীর্তন কর সবে গো প্রাণ সই
হরির নামে কীর্তন কর সবে।
হরির নামে কীর্তন করলে,
হরিয়ে কোল লবে গো সজনী সই ॥
বাজা ঢোল, বাজা তবল,
বাজারে করতাল
হরির নামে উঠিয়া নাচ
দিয়া তোরা ফাল গো সজনী সই ॥
হাছন রাজায় কীর্তন করে
হাত তালি দিয়া।
এরে দেখিয়া হাসতে আছে
হাছন রাজার প্রিয়া গো সজনী সই ॥
খেমটা তালে নাচে হাছন,
আর নাচে কাওয়ালী ।
দেখ দেখ হাছন রাজা
লইছে ফালা ফালি গো সজনী সই ॥
সবে মিলিয়া কীর্তন কর,
হাছন রাজার উক্তি।
হরির নামে কীর্তন বরলে,
পাইবায় মুক্তি গো সজনী সই ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...