অকুল পাড় দেখে মোদের
লাগেরে ভয় ৷
মাঝি বেটা বড় ঠেঁটা
হাল ছেড়ে দিয়ে বগল বাজায় ॥
উজানভাটি তিনটি নালে
দমদমা দম বেদম কলে
তার পুরো ঘাটে একশব্দ হয়;
গুরুর গুরু পবন গুরু
প্রেম আনন্দে সাঁতার খেলে ॥
সামনেতে অপার নদী
পার হয়ে যায় ছয়জন বাদী
শ্রীরূপ লীলাময়;
লালন বলে ভাব জানিয়ে
ডুব দিয়ে সে রত্ন উঠায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...