আমার চরকা ভাঙ্গা টেকো আড়ানে
আমি টিপে সোজা করবো কতো
আর তো প্রাণে বাঁচিনে ৷
একটি আঁটি আরেকটি খসে
বেতো চরকা লয়ে যাব কোন দেশে
আর কতকাল জ্বলবো এ হাল
এ বেতো চরকার গুণে ॥
ছুতোর ব্যাটার গুণ পরিপাটি
ষোল কলে ঘুরায় টেকোটি
তার একটি কল বিকল হলে
সারতে পারে কোন জনে ॥
সামান্য কাঠ পাটের চরকা নয়
তার কসরে খুঁটো খেটোই আঁটা যায়
মানব দেহে চরকা সেতো
লালন কি তার ভেদ জানে ॥
#LalonGeeti #LalonGiti #লালন গীতি #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...