আমার হয় না রে সে মনের মতো মন 
আমি জানব কিসে রাগের করণ ॥

পড়ে রিপুর ইন্দ্রোভোলে
মন বেড়ায় রে ডালে ডালে
দুই মনে এক মন হইলে
এড়ায় শমন ॥

রসিক ভক্ত যারা
মনে মন মিশালো তারা
শাসন করে তিনটি ধারা
পেল রতন ॥

কিসে হবে নাগিনী বস
সাধবো কবে অমৃত-রস
সিরাজ সাঁই কয় বিষেতে নাশ
হলি লালন ॥



#LalonGiti #LalonGeeti #লালনগীতি  #লালন গীতি