আমার সাধ মিটে না লাঙ্গল চষে
হারা হলাম দিশে
জমি করব আবাদ ঘটে বিবাদ
দুপুরে ডাকিনী পুষে ॥
পালে ছিল ছয়টা এঁড়ে
দুটো কানা দুটো খোঁড়া
আর দুটো গড়ে
তাদের ধাক্কা দিলে হুঁক্কা ছাড়ে
কখন যেন সর্বনাশে ॥
জমি করি পদ্মবিলে
মনমাতঙ্গ কাল শরীলে
জমি গেল কসে,
জমির বাঁধ বনিয়াদ ভেসে গেল
কাঁদি জমির কূলে বসে ॥
সুইলিশ লোহার অস্ত্রখানি
ধার ওঠে না বসে শুনি
টান দিলে যায় খসে,
ফকির লালন বলে না পাকাল দিলে
সে অস্ত্র কি আসে বশে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি #লালন গীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...