আপন মনে দেখ মনরায়

আপন মনে দেখ মনরায়
ঝরার খালে বাঁধ বাঁধিলে
গুরু রূপের ঝলক দেয়

পুর্ব দিকে রত্নবেদী
দাড়িম্ব পুষ্পের জ্যোতি
তাহার রূপাকৃতি,
বিদ্যুৎ চটকের ন্যায়

যেরূপ আশ্রিত মাঝে
গোলক সাগর ভাসে
তাহার দক্ষিণ পাশে
কিশোর কিশোরী রয়

স্বরূপ আশ্রিত যারা
সব খবরের জবর তারা
লালন বলে জেন্দা মরা 
থাকগা ত্রিবেণী সদায়





#LalonGiti #LalonGeeti #লালনগীতি
Views

একটি মন্তব্য পোস্ট করুন

=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...