আর কি হবে এমন জনম
বসব সাধু মেলে ৷
হেলায় হেলায় দিন বয়ে যায়
ঘিরে নিল কালে ॥
কত কত লক্ষ যোনী
ভ্রমন করেছ জানি
মানব কূলে মনরে তুমি
এসে কী করিলে ॥
মানব কূলেতে আশায়
কত দেব দেবতা বাঞ্ছিত হয়
হেন জনম দীন-দয়াময়
দিয়েছে কোন ফলে ॥
ভুলো না রে মন রসনা
সমঝে কর বেচাকেনা
লালন বলে কূল পাবা না
এবার ঠকে গেলে ॥
বসব সাধু মেলে ৷
হেলায় হেলায় দিন বয়ে যায়
ঘিরে নিল কালে ॥
কত কত লক্ষ যোনী
ভ্রমন করেছ জানি
মানব কূলে মনরে তুমি
এসে কী করিলে ॥
মানব কূলেতে আশায়
কত দেব দেবতা বাঞ্ছিত হয়
হেন জনম দীন-দয়াময়
দিয়েছে কোন ফলে ॥
ভুলো না রে মন রসনা
সমঝে কর বেচাকেনা
লালন বলে কূল পাবা না
এবার ঠকে গেলে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...