আপনার আপন খবর নাই।
গগনের চাঁদ ধরব বলে
মনে করি তাই ৷৷
যে গঠেছে এ প্রেম-তরী
সেই হয়েছে চড়ন্দারী
কোলের ঘোরে চিনতে নারি
মিছে গোল বাধাই ৷৷
আঠারো মোকামে জানা
মহারসের বারামখানা
সেই রসের ভিতরে সে-না
আলো করে সাঁই ৷৷
না জেনে চাঁদ ধরার বিধি
কথারই কোটি সাধন করি
লালন বলে, বাদী ভেদী
বিবাদী সদাই ৷৷
গগনের চাঁদ ধরব বলে
মনে করি তাই ৷৷
যে গঠেছে এ প্রেম-তরী
সেই হয়েছে চড়ন্দারী
কোলের ঘোরে চিনতে নারি
মিছে গোল বাধাই ৷৷
আঠারো মোকামে জানা
মহারসের বারামখানা
সেই রসের ভিতরে সে-না
আলো করে সাঁই ৷৷
না জেনে চাঁদ ধরার বিধি
কথারই কোটি সাধন করি
লালন বলে, বাদী ভেদী
বিবাদী সদাই ৷৷
#LalonGiti #LalonGeeti #লালনগীতি #লালন গীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...