আর আমায় বলিস না রে
ছিদাম ব্রজের কথা
যার কারণে পেয়েছি রে ভাই
প্রাণে ব্যথা ॥
ছিল মনের তিনটি বাঞ্চা
নদেয় সাধব আছে ইচ্ছা
প্রেম ঋণে গাঁথা;
সেই কারণে নদে ভূবনে
জাগে হৃদয় লতা ॥
ছিদাম রে ভাই বলি তোরে
ফিরে যা ভাই আপন ঘরে
কে বোঝে এই প্রাণের ব্যথা;
মনের কথা প্রাণের ব্যথা
আর বলব না তা ॥
যার কারণে বইরে বাধা
শোন বলিরে ছিদাম দাদা
ওসে নন্দ পিতা;
তাই ভেবে বলছে লালন
ধন্য রে যশোদা ॥
#LalonGeeti #LalonGiti #লালন গীতি #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...