আর কতকাল আমায় কাঁদাবি
ও রাই কিশোরী।
আমি তো তোমার অনুগত
চরণের ভিখারি

ও রাই তোমার জন্যে গোলক ছেড়েছি
সকল ছাড়িয়া মানবদেহ ধরেছি
আর কি বাকি আছে রে;
এভাব করিয়ে স্মরণ, তুমিদেও হে চরণ
অপাতত প্রাণ শীতল করি

বনে বনে ধেনু চরাই কে-বা রাই
তোমার চন্দ্রবদন হেরিব মনে অন্য আশা নাই
ঐ রূপ জাগে যখন অন্তরে;
তখন উদাস মনে, ঘুরি বনে বনে
আবার মুগ্ধ মনে বাজায় বাঁশরী

তোমার পদে সব সঁপেছি কি আর বাকি রেখেছি
নিজ হাতে দস্তখত লিখে দিয়েছি
তাইতে বলি তোমারে;
লালন ভণে ললিতা বিশখা বিহনে 
তুই তারে পায় ধরালি প্যারী


#LalonGeeti #LalonGiti #লালন গীতি #লালনগীতি