দিন দুনিয়ার অচিন মানুষ
আছে একজনা ।
কাজের বেলায় পরশমণি
অসময়ে তারে চেন না 
৷৷

নবি আলি এই দুইজনা
কলমাদাতা কুল আরফিনা
বেতালিমে মুরিদ সে না
পীরের পীর হয় জান না 
৷৷

যেদিনে সাঁই নৈরাকারে
ভেসেছিলেন একেশ্বরে
সেই অচিন মানুষ এসে তারে
দোসর হল তৎক্ষণা 
৷৷

কেউ তারে জেনেছে দড়
খোদার ছোট নবির বড় ।
লালন বলে নড়চড়
সে নইলে কূল পাবা না 
৷৷

 
 
#LalonGiti #LalonGeeti #লালনগীতি  #লালন গীতি