দিন দুনিয়ার অচিন মানুষ
আছে একজনা ।
কাজের বেলায় পরশমণি
অসময়ে তারে চেন না ৷৷
অসময়ে তারে চেন না ৷৷
নবি আলি এই দুইজনা
কলমাদাতা কুল আরফিনা
বেতালিমে মুরিদ সে না
পীরের পীর হয় জান না ৷৷
কলমাদাতা কুল আরফিনা
বেতালিমে মুরিদ সে না
পীরের পীর হয় জান না ৷৷
যেদিনে সাঁই নৈরাকারে
ভেসেছিলেন একেশ্বরে
সেই অচিন মানুষ এসে তারে
দোসর হল তৎক্ষণা ৷৷
ভেসেছিলেন একেশ্বরে
সেই অচিন মানুষ এসে তারে
দোসর হল তৎক্ষণা ৷৷
কেউ তারে জেনেছে দড়
খোদার ছোট নবির বড় ।
লালন বলে নড়চড়
সে নইলে কূল পাবা না ৷৷
খোদার ছোট নবির বড় ।
লালন বলে নড়চড়
সে নইলে কূল পাবা না ৷৷
#LalonGiti #LalonGeeti #লালনগীতি #লালন গীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...