এবার কে তোর মালেক
চিনলি না তারে
মন কি এমন জনম হবে রে ॥
দেবের দুর্লভ এবার
মানব জনম তোমার
এ জনমের আচার
করলি কি রে ॥
নিঃশ্বাসের নাই রে বিশ্বাস
পলকে সব করবে নৈরাশ
তখন মনে রবে মনের আশ
বলবি কারে ॥
এখনো শ্বাস আছে বজায়
যা কর তাই সিদ্ধি হয়
দরবেশ সিরাজ সাঁই তাই কয়
বারবার লালনে রে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...