এক ফুলে চার রঙ ধরেছে
সে ফুলে ভাব নগরে
কি শোভা করেছে ॥

কারণবারির মধ্যে সে ফুল
ভেসে বেড়ায় একুল ওকূল
শ্বেতবরণ এক ভ্রমর ব্যাকুল
সে ফুলের মধুর আশে ঘুরতেছে ॥

মূল ছাড়া সে ফুলের লতা
ডাল ছাড়া তার আছে পাতা
এ বড় অকৈতব কথা
ফুলের ভাব কই কার কাছে ॥

ডুবে দেখ মন দেল-দরিয়ায়
যে ফুলে নবির জন্ম হয়
সে ফুল তো সামান্য ফুল নয়
লালন কয় যার মূল নাই দেশে ॥



#LalonGeeti #LalonGiti #লালনগীতি