একবার চাঁদ বদনে বল রে সাঁই
বান্দার এক দমের ভরসা নাই ৷
কি হিন্দু কি যবনের বালা
পথের পথিক চিনে ধর এই বেলা
পিছে কাল-শমন আছে সর্বক্ষণ
কোনদিন বিপদ ঘটাবে ভাই ॥
আমার বিষয় আমার বাড়িঘর
সদয় এই রবে দিন গেলরে আমার
বিষয় বিষ খাবা সে ধন হারাবা
শেষে কাঁদলে কি আর শোনবে তাই ॥
নিকটে থাকিতে রে সে-ধন
বিষয় চঞ্চলাতে খুঁজলে না এখন,
অধীন লালন কয়, এ-ধন কোথা রয়
আখেরে খালি হাতে সবাই যাই ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...